🚚 Delivery Rules
📦 Delivery Timeframe:
আমরা ঢাকা শহরে অর্ডার প্লেস করার পর ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি। অন্যান্য বিভাগীয় শহরে ৩-৫ কার্যদিবস লাগতে পারে। রিমোট এরিয়াগুলোতে সময় কিছু বেশি লাগতে পারে।
🔍 Tracking Your Order:
প্রতিটি অর্ডার সাথে একটি ইউনিক ট্র্যাকিং আইডি দেওয়া হবে, যা দিয়ে আপনি আমাদের ওয়েবসাইট বা হেল্পলাইনে খোঁজ নিয়ে রিয়েল-টাইম আপডেট পাবেন।
⚠️ Delivery Charges:
ঢাকার ভিতরে ৳৬০ ডেলিভারি চার্জ প্রযোজ্য। অন্যান্য শহরের জন্য ৳১২০-৳২০০ পর্যন্ত চার্জ হতে পারে। অর্ডার ৫০০০ টাকার বেশি হলে ফ্রি ডেলিভারি!
❌ Failed Delivery:
অর্ডার কনফার্মেশনের পর যদি আপনি ২ বার ডেলিভারি মিস করেন, অর্ডারটি অটো ক্যান্সেল হয়ে যাবে।
🛑 Special Notes:
ক্যাশ অন ডেলিভারি (COD) শুধু নির্দিষ্ট এরিয়াতে উপলব্ধ।
পাবলিক হলিডেতে ডেলিভারি ডিলে হতে পারে।
Return Policy
🔁 Return Conditions:
প্রোডাক্ট অপরিবর্তিত এবং অপ্রয়োগীয় অবস্থায় ফেরত দিতে হবে।
রিটার্ন রিকুয়েস্ট অর্ডার ডেলিভারির ৩ দিনের মধ্যে করতে হবে।
ইলেকট্রনিক আইটেম রিটার্নের জন্য বক্স ও ওয়ারেন্টি কার্ড অবশ্যই অক্ষত থাকতে হবে।
❌ Non-Returnable Items:
পার্সোনাল কেয়ার আইটেম (যেমন: আন্ডারগার্মেন্টস, মেকআপ)।
স্পেশাল অর্ডার বা কাস্টমাইজড প্রোডাক্ট।
🔄 Refund Process:
রিটার্ন Approve হলে ৭ কার্যদিবসের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে (যেভাবে পেমেন্ট করেছিলেন, সেভাবে)।
📦 Return Shipping:
ভুল প্রোডাক্ট বা ড্যামেজড আইটেমের জন্য আমরা শিপিং কস্ট কভার করব। অন্য ক্ষেত্রে রিটার্ন শিপিং কস্ট গ্রাহকের দায়িত্ব।
📜 Terms & Conditions
🛒 অর্ডার প্লেসমেন্ট:
অর্ডার কনফার্ম করার আগে সঠিক সাইজ, কালার এবং প্রোডাক্ট ডিটেইলস চেক করুন। কনফার্মেশনের পর পরিবর্তন করা যাবে না।
ক্যাশ অন ডেলিভারি (COD) অর্ডারের ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে কনফার্ম করতে হবে, নাহলে অর্ডার বাতিল হয়ে যাবে।
💳 পেমেন্ট:
অনলাইন পেমেন্ট (bKash/Nagad/Card) জমা হলে অটো কনফার্মেশন হবে।
ডিসকাউন্ট/কুপন শুধুমাত্র ১টি অর্ডারে ১টি ব্যবহার করা যাবে।
🚚 ডেলিভারি:
অ্যাড্রেস ভুল দেওয়ার কারণে ডেলিভারি ফেইল করলে অতিরিক্ত শিপিং চার্জ দিতে হবে।
স্টক না থাকলে আমরা প্রি-অর্ডার নিতে পারি (এক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্ট লাগবে)।
⚠️ দায়মুক্তি:
প্রোডাক্টের রঙ বা টেক্সচার ডিভাইস অনুযায়ী সামান্য ভিন্ন হতে পারে (এটি গ্রাহকের দায়িত্ব)।
প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিরতা ডেলিভারি ডিলে করার কারণ হতে পারে।
🔒 Privacy Policy
📊 ডাটা কালেকশন:
আমরা শুধুমাত্র আপনার নাম, ফোন নম্বর, অ্যাড্রেস এবং ইমেইল সংগ্রহ করি অর্ডার প্রসেসিং এবং ডেলিভারির জন্য।
🔐 ডাটা সুরক্ষা:
আপনার পেমেন্ট ইনফো (কার্ড নম্বর, bKash PIN) আমাদের সার্ভারে সেভ হয় না। এটি সিকিউর পেমেন্ট গেটওয়ে দ্বারা প্রসেস করা হয়।
📢 মার্কেটিং:
আপনি চাইলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অফার ও আপডেট পেতে পারেন। আনসাবস্ক্রাইব করার অপশন সব সময় আছে।
🛡️ তৃতীয় পক্ষ:
আপনার ডাটা কখনই কোনো থার্ড পার্টি (ডেলিভারি পার্টনার ছাড়া) সাথে শেয়ার করা হবে না।
✉️ কন্টাক্ট:
ডাটা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে redboxlifestyle@gmail.com বা 📞+8801722206236নম্বরে যোগাযোগ করুন।